ঢাকার দোহারের কাজিরচর এলাকায় জোনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ কাজিরচর এলাকার মো.শহজাহানের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খেলা করছিলো জোনায়েদ। খেলতে খেলতে হঠাৎ বাড়ির পাশে খালে পরে যায়। জোনায়েদকে তার মা বাড়িতে না পেয়ে অনেক খুঁজাখুঁজির শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় পাশের খালের পানির নিচ থেকে শিশুটিকে মূমুর্ষ অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জোনায়েদকে মৃত ঘোষনা করেন। শিশুর এমন মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকেরছাঁয়া। এলাকা জুড়ে চলছে শোকের আহাজারি।