নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন দোহার থানা পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার। জানা যায়, দোহারের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযানের মাধ্যমে বিপুল পরিমানে মাদক ও মাদক ব্যবসায়ী আটক করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) । এসময় কাজে সহায়তা করায় পুরস্কার পান কনস্টেবল জনি আহমেদ।
পুরস্কার হাতে পেয়ে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার বলেন, এটি আমার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছি। দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল স্যার আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আমি তাকে সহ দোহার থানার সকল অফিসারদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি যেন এই সফলতা ধরে রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।