দোহার (ঢাকা) প্রতিনিধি:
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার তৃতীয় ও চতুর্থ জানাযা নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে তার পৈত্রিক নিবাস দোহারের শাইনপুকুরে দাফন করা হয়।
জানাযায় জনসাধারণের উপস্থিত ছিল স্মরণীয়। এসময় তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন ঢাকা -১ সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি পরে দোহার উপজেলা আওয়ামী লীগ ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সালমান এফ রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা দোহারে একজন জাতীয় বড় মাপের নেতাকে হারিয়েছি। তিনি ৪ বার এমপি ছিলেন, ছিলেন ৩ বার মন্ত্রী। তার কৃতকাজের জন্য দোহারবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি আমার নিকট আত্মীয়। আপনাদের সকলের নিকট তার জন্য প্রার্থনার আবেদন করছি।
দোহার উপজেলার জয়পাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বিকেল ৫:৩০ মিনিট । সোমবার ১১ টায় প্রথম ধানমন্ডির বাইতুল আমান মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর লাশবাহী এম্বুলেন্স কর্মস্থলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ১২টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গতকাল রাত ১০ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেন। নাজমুল হুদার একান্ত সচিব আক্কাস খান এ তথ্য নিশ্চিত করেছে।
পরে লাশ ঢাকার দোহারে তৃতীয় ও চতুর্থ জানাজার জন্য নিয়ে আসা হয়। সেখানে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর তৃতীয় এবং বাদ মাগরিব ৪র্থ জানাজা সরকারি পদ্মা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে ব্যারিস্টার নাজমুল হুদাকে সমাহিত করা হয়।