দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. মাসুদ (১৬) ও শেখ সোহান(১৫) নামে দুই যুবক নিহত হয়েছেন এবং শেখ রাসেল(১৫) ও অপর এক যুবক আহত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পূর্ব মেলেং রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং শেখ সোহান একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে এবং আহত মো. রাসেল সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা তাদের ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে পাড়াগ্রাম এলাকায় যাচ্ছিল। উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় এলে তাদের দুই মোটরসাইকেলে সংর্ঘষ হলে তারা মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন।
দুঘর্টনায় আহতদের ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাসুদ নামের এক যুবক নিহত হয় এবং শেখ সোহান সাভার এনাম মেডিকেল হসপিটালে মারা যায়।
নিহত শেখ সোহানের কাকা শেখ কামরুল দুঘর্টনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।