দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ৩৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়পাড়া রতন চত্বরে কর্মী সভায় কমিটির ঘোষণা করা হয়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে বাসার চোকদার ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান সাদ্দাম, আনোয়ার চোকদার ও আলমাছ শিকদারের নাম ঘোষণা করা হয়। আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রাজ্জাক। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সালমান এফ রহমানের হাত শক্তিশালী হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তিনি আরও বলেন, কোন নেতার নামে নয় এখন থেকে স্লোগান হবে শুধুমাত্র শেখ হাসিনার নামে।
ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আ্যাড.শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন।