দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
বর্তমান আওয়ামী লীগ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য রুখে দাঁড়াতে হবে,বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঢাকার নবাবগঞ্জে শহিদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন বর্তমানে সকল পন্যেও দাম বেড়ে গেছে। মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। তাই এই সরকারকে আর জনগন চায়না। তিনি আরও বলেন এই সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন কেউ মেনে নেবে না।
সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আল্হাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা বিভাগের সহ-সাংগঠণিক সম্পাদক বেনজির আহমেদ টিটিু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালীন সময়ে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।