দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় নির্বাচন কমিশনের আয়োজনে ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গনে ভোটার দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন, দোহার থানার ওসি মো.মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী হানিফ মোর্শেদী সহ আরো অনেকে।