দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
৭ ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাষণ শুনে অনুপ্রানিত হয়ে ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম, বলেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মাহবুবুর রহমান। শনিবার বিকেলে ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হওয়ার পর তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখা করে দেশ উন্নয়নের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশ্বের আলম, দোহার সার্কেল এএসপি মো.আশ্রাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো.আওলাদ হোসেন, সমাজসেবক আব্দুস সালাম শিকদার, মিলন শিকদার, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরীফ উদ্দিনসহ আরও অনেকে।