দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাায় ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বলেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার দুপুরে ঢাকার দোহার-নবাবগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশ ছোট একটি দেশ কিন্তু জনসংখ্যা অনেক বেশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় আজ দেশ এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে। উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম , নবাবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মতিউর রহমান, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, দোহার সাকেল এএসপি আশ্রাফুল আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ওসি মো.মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম শেখ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আনার কলি পুতুল, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাসার চোকদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দামসহ আরও অনেকে।