নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে দোহার উপজেলা প্রশাসন, দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া দোহার প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। এদিন দোহার উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, ক্লাবে দোয়া, ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে ঢাকার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনগুলো। শুক্রবার বেলা সাড়ে ১১টায় দলের কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সহ সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, শাহিন খান, তাবির হোসেন খান পাভেলসহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।