দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহারের ল্যাংরার সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার কতৃক বিকল্প কাঠের সেতু অর্ধেক ভেঙ্গে দেওয়ার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় ভাঙ্গা সেতুটি দিয়ে সাইকেল নিয়ে পার হওয়ার সময় উত্তর রাধানগর গ্রামের রানা নামে ১৪ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। এই ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনার পরদিন রোববার সকালে ঠিকাদারের বিচার চেয়ে মানববন্ধন করেন উত্তর রাধানগরের বাসিন্দার। এসময় উপস্থিত মানববন্ধনকারীরা জানান, সেতুটি নির্মাণ প্রতিষ্ঠান সুরমা এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি কিনে নেন দোহার পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি। এরপর থেকে নির্মাণ কাজ ধীর গতিতে চলতে থাকে। এদিকে বিকল্প কাঠের সেতটিু অর্ধেক ভেঙ্গে দেয়া হয়। বন্ধ হয়ে যায় বিলাসপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষের চলাচল। শনিবার কিশোরের আহতের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ জানান তারা।
এবিষয়ে দেলোয়ার হোসেন মাঝি জানান, সেতুটির নিচে গাইড ওয়াল নির্মাণের জন্য বিকল্প কাঠের সেতুটি ভাঙ্গা হয়েছে। দুর্ঘটনায় আহত কিশোরের সকল প্রকার সহায়তা দেয়া হবে এবং আট ঘন্টার মধ্যে নির্মাণাধীন সেতুর চলাচল স্বাভাবিক করা হবে।
এবিষয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি আহত ছেলেটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই। তার চিকিৎসার সহায়তার কথা জানাই। তিনি আরও বলেন, বিকল্প কাঠের সেতু ভাঙ্গার কারণে এদুর্ঘটনা ঘটেছে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।