নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে মো. রিয়াজ বেপারী নামক এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। প্রবাসী রিয়াজ বেপারী উপজেলার দোহার পুরি গ্রামের গফুর বেপারীর ছেলে। রিয়াজ বেপারীর স্ত্রী তানহা আক্তার জানান, গত শনিবার দিবাগত রাতে সে বাবার বাড়িতে ছিল, বাড়ি খালি ছিলো। এ সুযোগে রাতের কোন এক সময় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে। এতে তার ২ টি মোবাইল সেট ও আনুমানিক আধ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত আজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে