নিজস্ব প্রতিবেদক: এ সরকার এই দেশের জনগনের সরকার নয়। কারণ এই সরকার এ দেশের জনগগণের ভোটে পাশ করেনি। তাই এই সরকার জনগণের দুঃখ কষ্ট বোঝে না, জনগণের মনের ভাব বোঝে না, তাই জোড় করে এই সরকার ক্ষমতায় টিকে রয়েছে। বলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিদ্যুৎ, তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার দোহার উপজেলা বিএপির আয়োজনে উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থানকর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু নিয়ে গেছে ৪০ হাজার কোটি টাকায়। তাহলে বাকি টাকা কোথায়। এই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের টাকা চুরি করে আজ বিদেশে বেগমপাড়া বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই এখন সময় হয়েছে আন্দোলনের মাধমে এই সরকারের পতন ঘটানো।
এ সময় জয়পাড়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা জিএস সেন্টু ভূইয়া এর সঞ্চলনায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, বাংলাদেশ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, দোহার উপজেলা বিএনপির সভাপতি ও বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মেছের, উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ, যুগ্ন-সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলীসহ উপজেলা বিএনপির সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।