কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের আলহাদীপুর এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থান থেকে প্রধানমন্ত্রীর দেয়া আবাসন প্রকল্পের ঘর, সরকারি ভাতা ও অনুদানের কথা বলে গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.ফারুক হোসেন। এমন অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। এছাড়া আসিফ খান নামে এক ব্যক্তির কাছ থেকে মালয়েশিয়া নেয়ার কথা বলেও দুই লাখ টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আলহাদীপুর এলাকার মাবিয়া আক্তার জানান প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে প্রতারক ফারুক হোসেন। তিনি আরও বলেন, আমি অনেক কষ্ট করে ফারুককে ছয় হাজার টাকা দেই। আমাকে ঘরও দেয়নি, টাকাও ফেরৎ দেয়নি। একই এলাকার কনা আক্তারের কাছ থেকেও অনুদানের নামে টাকা নেয় ফারুক। সরজমিনে গিয়ে এমন অনেক অভিযোগ পাওয় যায় ফারুক হোসেন এর বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, সরকারের বাপক উন্নয়নের মাঝে কেউ দলীয় পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করলে তা সরকারের জন্য নেতিবাচক প্রভাব পরবে। স্থানীয়রা আরও জানান ফারুক হোসেন এরম ত ব্যক্তিদের বিরুদ্ধে সাগঠণিক ব্যবস্থা না নিলে তার প্রতারণার মাত্রা আরও বেড়ে যাবে।
প্রতারণার বিষয়ে জানতে পেরে বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তার ফেজবুক আইডিতে সতর্ক থাকতে ইউনিয়ন বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
এবিষয়ে তিনি এশিয়া বার্তাকে বলেন, সরকারের এমন উন্নয়নে যারা বাধাগ্রস্ত করেন মানুষের সাথে প্রতারণা করেন তারা আওয়ামী লীগের উন্নয়ন চায়না। দলের নাম ভাঙ্গিয়ে যারা এমন কর্মকান্ড করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিকে ঘটনার পর থেকে অত্মগোপনে রয়েছেন ফারুক হোসেন। ঘটনার বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।