দোহার(ঢাকা) প্রতিনিধি:
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সোনারবাংলা গড়ার পরিকল্পনা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন, বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। মঙ্গলবার বিকেলে ঢাকার দোহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৫ ই আগষ্ট কালো রাতে যদি জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে থাকতেন তাদেরকেও হত্যা করা হত। আজ আমাদের নেত্রী আছেন বলেই দেশ উন্নত হয়েছে। এর আগে সকালে নবাবগঞ্জে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। বিকেলে দোহার উপজেলায় আলোচনা সভা, দোহার পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়নে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন সালমান এফ রহমান। এসময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম,দোহার পৌরসভার মেয়র মো.আলমাস উদ্দিন,ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা লায়ন আব্দুস সালাম চেীধুরী, দোহার থানা ওসি মো. মোস্তফা কামাল, প্রবীণ আওয়ামীলীগ নেতা শওকত আলী খান, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি,বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার,রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,সুতারপাড়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা শফিক তালুকদার,কেন্ত্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শেখ আনার কলি পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক বাসার চোকদার, যুগ্ম-আহŸায়ক মিজানুর রহমান সাদ্দাম,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের নেতা কর্মীরা।