দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সমাধান ডায়াগনস্টিক সেন্টারের ছাদ ঘেসে নেয়া হয়েছে ১১ হাজার বোল্ডের বৈদ্যতিক তার এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল বেপারী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মৃত মো. সোহরাব হোসেনের ছেলে।
সোমবার সকালে সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার জয়পাড়ার সমাধান ডায়াগনস্টিক সেন্টারের ছাদ পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয় রাসেলের। ছাদের উপরে বিছিয়ে রাখা হয়েছে সার্ভিস তার। স্থানীয়রা জানান, ছাদের উপর ও পাশে এমন বৈদ্যতিক তার অপসারণ না করলে আবারও ঘটতে পারে এমন মর্মান্তিক দূর্ঘটনা।
নিহত রাসেলের স্ত্রী খাদিজা আক্তার জানান, সমাধানের মালিক আবুল হাসেমের কথায় তিনদিন ধরে ছাদ পরিচ্ছন্নতার কাজ করে রাসেল। কোন প্রকার নিরপত্তা না দিয়ে আমার স্বামীকে কাজে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
রাসেলের বোন ফাতেমা আক্তার জানান, সমাধানের মালিক পক্ষের কেউ আমার ভাইকে কাজ দিয়েছে। কেন নিরাপত্তা না নিয়ে কাজে নিলো। আমি এর সঠিক তদন্ত চাই,যাতে আর কোন মানুষের জীবন এমন বিপন্ন না হয়।
এব্যপারে সমাধান ডায়াগনস্টিক এর পরিচালক আবুল হাসেম বলেন, আপনার সাথে কালকে কথা বলবো। ঝুঁকিপূর্ণ বৈদ্যতিক তারের বিষয়ে বলেন এটি বিল্ডিং এর ইঞ্জিনিয়ার ড্রইং করেছেন আমরা পাঁচ ফিট উচ্চতায় দেয়াল দিয়েছি।
এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার মামলা করতে চাইলে আমরা মামলা নিয়ে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।