কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহারের জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ান ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন। এ নিয়ে দুই বছর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিস থেকে তার এসব কর্মকান্ড বন্ধ করেন।দীর্ঘদিন পর তিনি আবারও শুরু করেন একই কর্মকান্ড। সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের ভবনের নিচ তলায় একটি কক্ষে প্রায় ৪০ জনের অধিক শিক্ষার্থীদের প্রাইভেট পরাচ্ছেন শিক্ষক আকরাম। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান প্রত্যেকের বেতন দেন ৫’শ টাকা করে। এদিকে সাংবাদিকদের উপস্থিতি দেখে তরিঘরি করে ছুটি দেন আকরাম হোসেন। এসময় সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল লতিফ জানান, বিষয়টি জানার পর আমি তাকে নিষেধ করেছি। এখন থেকে তিনি এখানে প্রাইভেট পরাবেন না। গত ৫ মাসের বিদ্যুৎ বীল কে দেবে এই প্রশ্নে তিনি কোন উত্তর দিতে পারেননি।
এবিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ হোসেন জানান, নিজ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পড়ানোর নিয়ম নেই, সেখানে বিদ্যালয়ের ভেতরে এমন কর্মকান্ড আইন বিরোধী। এবিষয়ে শিক্ষক আকরাম হোসেনকে শীঘ্রই কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।