কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় একটি প্রভাবশালী মহলের কবল থেকে এই সম্পত্তি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনের নেতৃত্বে ভূমি অফিসের লোকজন উদ্ধারকৃত জায়গায় একটি সাইনবোর্ড লাগিয়ে দেন এবং জায়গাটির চারপাশে সীমানা পিলার স্থাপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোহাম্মদ জহির।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) মনিজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে সাবান ফ্যাক্টরি এলাকায় এই মূল্যবান জায়গাটির সন্ধান পাওয়া যায়। জায়গাটি দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছিলেন।
আমরা আজ এই জায়গাটি উদ্ধার করে তার চারপাশে সীমানা পিলার স্থাপনসহ একটি সাইনবোর্ড লাগিয়ে দিলাম। কেরানীগঞ্জে কোথাও কেউ সরকারি সম্পত্তি দখল করে রাখতে পারবেনা।