কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতির নাম মো: নুর নবী চৌধুরী (৬২)। তার বাবার নাম ওসমান মুন্সী। তার হাজতি নম্বর ছিল ৫০৮৪৮/২৩। ঘটনাটি ঘটেছে আজ ভোরবেলা। কারা কর্তৃপক্ষ জানান,হাজতি মোঃ নুর নবী ভোরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কত বড় জরির বিভাগের কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।