নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার পৌরসভার লটাখোলা এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে লোকাল গভর্নমেন্ট কোভিট-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় লটাখোলা আজাহার আলী স্কুল রোডে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌর মেয়র মো.আলমাস উদ্দিন প্রকৌশলী মামুনুর রশিদ,কাউন্সিলর আলমগীর মুবিন,মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী সহ আরও অনেকে।