কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের উদ্যোগে জনসচেতনতা প্রোগ্রামের আওতায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।
আজ সকালে কদমতলী গোল চত্বর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই হেলমেট বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর,ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজামান প্রমুখ।
এই জনসচেতনতা প্রোগ্রামের আওতায় শতাধিক মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে এই হেলমেট বিতরণ করা হয়।