কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামাত তাদের বিদেশি বন্ধুদের সহায়তায় নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে আমরা নির্বাচনকে বানচাল করতে দিবো না। তিনি ঢাকা -২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার দলীয় নমিনেশন পেয়ে আজ সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটার চরে থানা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন যথাসময়েই হবে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবেনা। বিএনপি জামাত অবরোধের নামে সারাদেশে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করছে। তারা পুলিশ হত্যা করেছে, হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাদের সাথে জনগণ নেই। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু। কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায়।
আমরা দ্বাদশ নির্বাচনে কোন প্রকার কারচুপি করবো না। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাদ ও নিরপেক্ষ। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া, মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু,ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম,মডেল থানা আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক, মোঃ মনির হোসেন,মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন ও আওয়ামী লীগ নেতা শামীম প্রমূখ।