কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পক্ষ থেকে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি কালিন্দী পারজোয়ার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে মাদারীপুর,বরিশুর ও নেকরোজবাগসহ কালিন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন,থানা আওয়ামী লীগ সদস্য কামরুল ইসলাম কামু, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী এহসান উদ্দিন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক হোসেন পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুবায়ের হোসেন মাসুম ও সাহিদ হোসেন সুমন প্রমুখ।