দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে দীর্ঘ একযুগ পর আঞ্চলিক সড়কে বৈদ্যতিক বাতি স্থাপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভা মেয়র মো.আলমাছ উদ্দিন। এসময় তিনি জানান ৫শতাধিক বৈদ্যতিক বাতি দিয়ে আলোকিত করা হবে এই দুই ওয়ার্ড। পর্যায়ক্রমে পৌরসভার জলাবদ্ধতা ও অন্যান্য উন্নয়ন কাজ শীঘ্রই বাস্তবায়নের হবে বলে জানান পৌর মেয়র। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। মেয়র আলমাছ উদ্দিন আরও বলেন, দোহার নবাবগঞ্জের অভিভাবক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মামুনুর রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিউল ইসলাম খন্দকার নিপু,সাধারণ সম্পাদক নূর সেলিম মন্টু,যুগ্ম-সম্পাদক কাউসার আকন্দ, ওয়ার্ড কমিশনার উদয় হুসাইন, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন, বাবু চৌধুরী, নজরুল ইসলাম, কবির হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তমাল হুসাইন সুভাসসহ আরও অনেকে।