নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে, কিন্ডার গার্ডেন স্কুল সমূহের কৃর্তপক্ষের উদ্যোগে উপজেলার বাগমার এলাকায় অবস্থিত “নবাবগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়ের” অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্যের একটি কার্যকরী কমিটি ৬০ টি স্কুলের মনোনিত প্রতিনিধিগনের উপস্থিতিতে গঠন করা হয়।
এসময় নবাবগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়েনের সভাপতি নির্বাচিত হয় মো. জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক লুৎফা রহমান ডলি। ২০২৪-২৬ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে এ কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য কর্মকর্তাগন হলেন সহ-সভাপতি সোরহাব উদ্দিন রাজু, সহ সাধারন সম্পাদক অলত্রিন রাজু গমেজ, মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক রযাসেফ হিউবাট গমেজ. প্রচার সম্পাদক আলিনূও ইসলাম মিশু, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার। এসময় কৃর্তপক্ষ বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়নে অবস্থিত ৬০ টি কিন্ডার গার্ডেন স্কুলের লেখাপড়ার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের উন্নয়নে এ কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।