কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফার দাবিতে ১১ তম ধাপে বিএনপি'র ডাকা ছত্রিশ ঘন্টা অবরোধ সফল করতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লার নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে আজ রাতে একটি মশাল মিছিল বের করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে মিছিলটি বের হয়ে তেঘরিয়ায় এসে আবার শেষ হয়।