কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। উপজেলার মডেল থানার কালিন্দী ইউনিয়নের দেওশুর এলাকায় আজ বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে দেওশুর, মক্কানগর ও মদিনা নগরসহ বিভিন্ন এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়। স্থাণীয় ব্যাবসায়ী মেহেদী হাসান বলেন, এলাকার সুয়ারেজ লাইন করার জন্য তারা কাজ শুরু করেছিল। এসময় এই খবর পেয়ে এলাকার এক চিহ্নিত চাঁদাবাজ তার মুঠো ফোনে দশ লাখ টাকা চাঁদাদাবী করে। তিনি আরো বলেন তার কয়েকজন সহযোগী এলাকার উন্নয়নে বাধাঁ স্বরুপ। কোথায়ও খালি বা ফাঁকা জায়গা থাকলে তারা সাইনবোর্ড টানিয়ে তা দখল করে নেয় । পরে টাকার বিনিময় তারা মিমাংশায় করে ফেলে। এলাকাবাসী তাদের কাছে জিম্মি হয়ে পরেছে। তাদের থেকে বাঁচার জন্যা এলাকাবাসী ঊর্ধতন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের হন্তক্ষেপ কামনা করছে।