দোহার প্রতিনিধি.
ঢাকার দোহারে তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মো.আলমগীর হোসেনকে গণ-সংবর্ধনা দিয়েছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠেণের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা, দোহার বাজার, জয়পাড়া, কার্তিকপুর ও নয়াবাড়িতে দিন্যব্যাপী এ সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন বাজারে বাজারে ফুল দিয়ে আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান নেতা কর্মীরা। হাজারো মটরসাইকেলের শোডাউন ও বাদ্যযন্ত্রের তালে শ্লোগান দেন কর্মীরা।
আগামীতে জনগনের প্রত্যাশা পূরণে আরও বেশি কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। তিনি বলেন, আমি করোনাকালীন সময় থেকে সকল দুর্যোগে মানুষের পাশে ছিলাম। মাননীয় সাংসদ আমাদের অভিভাবক সালমান এফ রহমানের নির্দেশনায় ভবিষ্যতে এই দোহার উপজেলাকে মডেল উপজেলা করা হবে।