দোহার (ঢাকা) সংবাদদাতা.
অবৈধ সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনার কথা শুনে পুলিশ আন্দোলনকারী ও নিরিহ মানুষের উপর গুলি করেছে, বলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার লটাখোলা করমআলীর মোড়ে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের কিছু সদস্য অতি উৎসাহিত হয়ে আর কিছু সদস্য হাসিনার কথায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। আশফাক নেতাকর্মীদের বলেন, কেউ কারো উপর জুলুম অত্যাচার চালাবেন না এবং পুলিশ দায়িত্ব গ্রহণ করলে তাদের প্রতি খারাপ আচরণ করবেন না। এটি প্রমানিত হলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি। এটি ধরে রাখতে হবে।
শেখ হাসিনার পদত্যাগের পর শুক্রবার সকাল থেকে ঢাকার নবাবগঞ্জ ও দোহারে পথসভা ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন আবু আশফাক। বিকেল তিনটা থেকে বিভিন্ন শ্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে কাঁনায় কাঁনায় পরিপূর্ণ হয় সভাস্থল। এসময় বিএনপি ও অঙ্গসংগঠণের হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।