নিজস্ব প্রতিবেদক. ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অরাজকতা সহ্য করা হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দেশের সম্পদ। এই সম্পদ বা প্রতিষ্ঠানের সুনাম যেনো কেউ কোন দলের পরিচয়ে নষ্ট পরতে না পারে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।
বৃহ¯পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু আশফাক বলেন, শিক্ষক বা প্রতিষ্ঠানের কোন দুর্নীতি থাকলে আইনগত ভাবে যথাযথ কর্তৃপক্ষ সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। জোড় করে কাউকে পদত্যাগে বাধ্য করা বা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অরাজকতা সৃষ্টি করা কোনভাবেই করা যাবে না।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি দেলোয়ার হোসেন খান, সধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারন স¤পাদক খোন্দকার আবুল কালাম, সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ সহ আরোও অনেকে।