সামনেই নির্বাচন। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সুতরাং আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার জনগণের বাড়িতে বাড়িতে যাবেন। যেনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ মাঠে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
আবু আশফাক বলেন, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের ফলে ভোট চোর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাই এই আন্দোলন ঘিরে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছেন। যারা এই আান্দোলনে নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, দেশরতœ বেগম খালেদা জিয়া শত ষড়যন্ত্রের মধ্যেও এই বাংলাদেশেই আছেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যার কারনে তিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সময় কোন দূর্নীতি হয়নি। এই আওয়ামী লীগ সরকার এসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন।
এ সময় দোহার উপজেলা বিএনপির সভাপতি মেছের খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা জিএস সেন্টু ভূঁইয়া, বিএনপি নেতা জুলহাস উদ্দিনসহ ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।