দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা শাখার জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা জয়পাড়া সেন্টার সীফ হল রুমে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. রেজাউল করিম। জুম্মার নামাজের পর থেকে সভাস্থলে জরো হয় হাজারো নেতাকর্মী। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী একটি শান্তির সংগঠণ। কিন্তু শেখ হাসিনার সরকার গত ১৫ বছর এ দলের কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। ছাত্র আন্দোলনে ছাত্রসহ শত শত মানুষ হত্যা করেছে। তাই শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে। দোহার উপজেলা জামায়েত ইসলামীর আমীর মো.মহিউদ্দিন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ শাহিনূর ইসলাম, সাধারণ সম্পাদক এবি,এম কামাল হুসাইনসহ আরও অনেকে। সম্মেলন শেষে একটি র্যালী বের হয়ে জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ হয়।