কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে খোলামোড়া যুব সংগঠনের উদ্যোগে মডেল থানার খোলামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫৩০জনের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। খোলামোড়া যুব সংগঠনের সদস্য শ্রী নিবাস সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপু সিকদার, কেরানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন,কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি মদন বাবু, সাধারণ সম্পাদক এডভোকেট সুজন কুমার বর্মন, যুব সংগঠনের সদস্য রাজিব, খোকন, তাপস, হীরা, নাহিদ,স্বপন, উত্তম ও প্রশান্ত।