মোঃ সুমন, স্টার্ফ রিপোর্টার:
ঢাকার নবাবগঞ্জের বক্সনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকাল- ৫টায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডা: হরগোবিন্দ সরকার অনুপ। উদ্বোধক ছিলেন এরশাদ আল মামুন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মেজবাহ উদ্দিন, ডা: মো: রুহুল আমিন হাওলাদার (টিপু), দিপন দেওয়ান (বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক), ডা: সাদ্দাম হোসেন, উপদেষ্টা আব্দুল আলীম, ডা: মনির আহমেদ, রুমেল জিয়া, শহিদুল ইসলাম, এলাকার গুণ মান্য ব্যক্তি বর্গসহ ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর সদস্যবৃন্দ।
বক্সনগর উচ্চ বিদ্যালয়ে চিত্র অংকন দেশ সহ পৃথিবীর সমসাময়িক বিষয়, ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবকে নিয়ে শিক্ষার্থীদের চিত্র অংকন প্রতিযোগিতা করা হয় উক্ত প্রতিযোগীতায় ১ম ৫ জনকে ও সকল অংশগ্রণকারীদের সান্তনা পুরুস্কার প্রদান করা হয়
আমন্ত্রিত অতিথিদের বক্তবে তুলে ধরা হয় রক্তদান কোন সাধারণ দান নয়, সেই সাথে কোন ডাক্তার দ্বারা যেনো কোন রোগির স্বজনদের জরুরি মহুত্বে রক্ত লাগবে বলে ডোনারকে হাসপাতালে এনে পরে রক্ত লাগবে না বলে ফিরিয়ে দেয় এ বিষয় গুলো খুব দুঃখ জনক।
অতিথিরা আরও বলেন, নবাবগঞ্জের প্রতিটি হাসপাতালে রক্তদানের যে রক্তের ক্রস ম্যাচ করা হয়, সকল ক্লিনিকে বা হাসপাতালে একটি সু-নির্ধারীত ফি করার ব্যবস্থাগ্রহণ করা প্রয়োজন যাতে করে রোগির স্বজনরা, যে কোন হাসপাতাল থেকে রক্তের ক্রস ম্যাচের সকল টেস্ট ও রিপোর্ট সঠিক ভাবে সকল হাসপাতাল থেকে সেবা পায় তা সুনিশ্চত করতে হবে।
নবাবগঞ্জে আমন্ত্রিত অতিথি ও ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উৎযাপন করা হয়। র্যাফেল ড্র ও পুরুষ্কার বিতরণের মাধ্যেমে অনুষ্ঠার শেষ হয়।