নিজস্ব প্রতিবেদক.
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। আলোচনা সভায় বক্তারা, উপজেলা সদরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করা হয়। তাছাড়াও যাত্রী পরিবহনে বিশৃঙ্খলা পরিহারে পরিবহন মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারহানা জাহান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, পাট কর্মকর্তা মো. রুস্তম আলী, পরিবহন মালিক নেতা আমিনুর রহমান রশিদ, চন্দন মন্ডল, ইকুরিয়া বিআরটিএ’র মটর যান পরিদর্শক মো.হাসান প্রমুখ।