বিশেষ প্রতিনিধি:
সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে আনন্দ দাস নামে এক ব্যবসায়িকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যাবসায়ীকে ১০ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই চারটি দোকান থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংশ করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।