নিজস্ব প্রতিবেদক.
আওয়ামীলীগ সরকার পতনের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ রাকিবের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার রাত আটটায় ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে নিহতের বাসভবনে গিয়ে রাকিবের মা সুইটি বেগমের হাতে এ সহায়তা তুলে দেন এবং পরিবারের খোঁজ খবর নেন।
এসময় খন্দকার আবু আশফাক বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ তারা ছাত্রজনতার উপর হামলা করেছে। তাদের কোন ক্ষমা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের বাংলার মাটিতে বিচার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাসুদ খন্দকারসহ চুড়াইন ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট আন্দোলনরত অবস্থায় পুলিশের হাতে গুলিবিদ্ধ হয় রাকিব। পরে ১৯ জুলাই বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।