দোহার (ঢাকা) প্রতিনিধি.
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফায় জনসম্পৃক্ততার লক্ষ্যে ঢাকার দোহারে যুব-গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুসুমহাটি ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের দেয়া ৩১ দফা সকল জণগনের প্রত্যাশা পূরণে কাজ করবে। বর্তমান সরকারের কাজ দেশের মানুষের কাছে ভোটাধিকার ফিরিয়ে দেয়া। তাই যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকার গঠণ করা হবে তত দ্রুত দেশ এগিয়ে যাবে।
এসময় আবু আশফাক আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন, দেশের বিরুদ্ধে অপশক্তি এখনো কাজ করে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এই দেশে আর কোন অশুভ শক্তির ঠাই হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে কার্তিকপুর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।