নিজস্ব প্রতিবেদক.
নবাবগঞ্জ উপজেলার হাগ্রাদী নরসিংহপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নরসিংহপুর ঈদগাহ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা ২-১ সেটে গরীবপুর এবি কিং কে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ কর্মী সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। আরো উপস্থিত ছিলেন শিকারীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রইস উদ্দিন আহমেদ খোকন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন, আলহাজ্ব আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, সামছুল ইসলাম, ফারুক মাদবর, এসএম ইব্রাহিম, আব্দুল্লাহ, হাসান, আল- আমিন, মোস্তফা কামাল প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার আবু নাঈম দোহারীর হাতে পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।