দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে “এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং” শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা বাংলা বাজারে রমজান আলী কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এ এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়। আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সকল সুবিধার বিন্যাস নিয়ে কাজ করবে এজেন্ট ব্যাংকিং শাখা এমনটা জানান ব্যাংটির কর্মকর্তারা। এসময় বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ডেপুটি হেড কাজী শাহাদাব মাশরাফি, ডিজিটাল ব্যাংকিং ম্যানেজার ইশিয়াত ইসলাম খান, হেড অব প্রোডাক্ট সায়মা খান, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং এন্ড প্রোডাক্ট সামিউল কবির, গ্রামীনফোনের টেকনোলজির সিনিয়র ডিরেক্টর এমএ সোহেল খান, বাংলাবাজার ও কার্তিকপুর বাজার এবি ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক লিয়াকত হোসেন ও আরিফ মৃধাসহ এজন্ট শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।