দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর হামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ। ১৮ জুলাই মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলা করা হয়। এ হামলায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। তাদের কয়েকজনকে খালপাড় ব্রিজ ও রাস্তার উপর নির্মমভাবে কোপানো হয়। নির্মম হামলার কয়েকটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের কোপাতে থাকা ভাইরাল হওয়া জুয়েল ভূইয়া আব্দুর রাজ্জাক রাজার অনুসারী। ৪ আগষ্ট শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। এ বিষয়ে ওসি আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয় পোড়ানো মামলায় আব্দুর রাজ্জাক রাজা এজাহার নামীয় আসামি।