নিজস্ব প্রতিনিধি.
দৈনিক আমাদের সময় পত্রিকা ও ইনডিপেডেন্ট টিভি নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় বান্দুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর জখম নাজমুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। নাজমুলের ছোট ভাই নয়ন হোসেন এ তথ্য নিশ্চিত করেনে।
পারিবারিক সূত্র জানায়, নাজমুল হোসেন শনিবার রাতে জয়পাড়া মাহমুদিয়া আলীয়া মাদ্রাসা থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলো। রাত আনুমানিক সাড়ে ১২টায় মোটরসাইকেলযোগে বান্দুরা ব্রিজ পার হলে মোড়ে তাঁকে ডাকাতেরা হামলা করে। এসময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে মটর সাইকেল ও মোবাইলসহ নানা সামগ্রী নিয়ে যায়। আহত নাজমুলকে বাজারের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে রাত দেড়টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হরগোবিন্দ সরকার বলেন, তাঁকে হাসপাতালে যখন আনা হয় তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর ডান হাত ও পায়ে অনেক কুপিয়েছে।
নাজমুলের ভাই নয়ন হোসেন বলেন, তাঁর মটর সাইকেলটি দেওতলা ইছামতি নদীতে পাওয়া গেছে। অনেক রক্তক্ষরণ হওয়ায় সে অনেক অসুস্থ। পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। পুলিশ খতিয়ে দেখছে। কে বা কারা ঘটনা ঘটিয়েছে। ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা জানার চেষ্টা করছি। কারণ বিগত সময়ে ব্যক্তিগত দ্ব›েদ্ব নাজমুলের বিরুদ্ধে থানায় জিডি ও ওয়ারেণ্ট ছিলো।