দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে ছিনতাইয়ের অভিযোগে লিটন মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত লিটন উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার বিএনপি নেতা সালাম মোল্লার ছেলে। এঘটনায় লিংকন ভূইয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়পাড়া কলেজ গেইটের সামনে লিটন ও তার আরও দুই সহযোগী মিঠু মোল্লা এবং বিল্লাল মোল্লা দুই যুবককে গলায় ছুরি ধরে ৫হাজার টাকা ছিনতাই করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে লিটনকে আটক করে। এসময় বাকি দুই আসামী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লিটনকে থানায় নিয়ে আসে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাইয়ের ৫হাজার টাকা ও একটি কালো রঙের সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ন কবির বলেন, ছিনতাইয়ের অভিযোগে লিটন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। রোববার আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।