দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকটি মোটরসাইকেলে করে কিছু লোকজন এসেই শাবল, কুড়াল দিয়ে এলোপাতাড়ি ভাবে ঘরবাড়ি ভাংচুর করে চলে যায়।
জমির মালিকানা দাবি করে ছত্ত্বর শিকদারের ছেলে মিজানুর শিকদার বলেন, আমার বাবা জমি ক্রয় করেছে। স্থানীয় শালিসের পর আমাদেরকে মুরুব্বিরা ঘর তুলতে বলেছে বিধায় আমরা ঘর তুলেছিলাম। কিন্তু স্থানীয় নুরু মুন্সির ছেলে নজরুল জমির মালিকানা দাবি করে আজ সকালে ঘরবাড়ি ভেঙ্গে দেয়।
অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, জমির কাগজ পত্র আমাদের নামে। আমরা জমি ভরাট করেছি, মাটি ফেলেছি। কিন্তু অন্য লোকজন এসে ঘর বাড়ি তুলেছে তাই আমরা ঘর বাড়ি সরিয়ে দিয়েছি।