দোহার (ঢাকা) প্রতিনিধি.
গতকাল ১৬ই ফেব্রুয়ারি ‘দোহারে জাটকা ইলিশে ছয়লাব বাজার’ এই শিরোনামে সাপ্তাহিক এশিয়া বার্তায় সংবাদ প্রকাশের পর, পরদিন আজ সোমবার সকালে দোহারের বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে মৎস অফিস।
মৎস অফিস সূত্রে জানা যায়, মেঘুলা বাজারের মাছের আরত ও নারিশা, ফুলতলাসহ আরও কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে মোট ১৫৮ কেজি জাটকা জব্দ করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
দোহার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, সোমবার সকাল থেকে বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে জাটকা জব্দ করা হয়েছে। পর্যাক্রমে সবগুলো মাছের আরত ও বাজারে অভিযান করা হবে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেলেদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আইন অমান্য করলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং তা বহাল থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এই আট মাস জাটকা আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।