দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের সুতারপাড়ায় হাকিম সওদাগর স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সুতারপাড়া তেতুলতলায় খেলার মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুুরুল ইসলাম বেপারী। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাসেল সওদাগর। সার্বিক সহযোগিতা করেন ইমরান হোসেন। খেলা পরিচালনা করেন হাজী দিদার সওদাগর দিদু। খেলার সঞ্চালনা করেন আব্দুল হান্নান। খেলায় অলস্টার এলিভেন নারিশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব সুতারপাড়া প্রভাতী সংঘ। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।