দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ভাষা আন্দোলনে প্রথম আত্মহতি দানকারী শহীদ রফিকের স্মৃতি বিজড়িত মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি। এসময় যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা শহীদ রফিক সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিত করেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। দুটি পৌরসভা ও ৭ উপজেলায় অনুরুপ কর্মসূচি পালিত হয়।