আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা–সংলগ্ন বঙ্গোপসাগরে এর উৎপত্তিস্থল হওয়ায় উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থলটি ৫০১ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশে ভূমিকম্পটি খুব কম মাত্রায় অনুভূত হলেও ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলীয় এলাকায় এর তীব্রতা বেশি ছিল।