দোহার (ঢাকা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ঢাকার দোহারের প্রধান বাজার জয়পাড়া বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২মার্চ) বিকেলে জয়পাড়া বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ও মৎস সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানকে নয় হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট তানিয়া তাবাসসুম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
রমজানে বাজার মনিটরিংএ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিসস্ট্রেট তানিয়া তাবাসসুম।