নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এবং তার সহধর্মিণী নিলুফার মান্নান-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ মার্চ) ঢাকার নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও প্রথম রোজায় এতিমদের সঙ্গে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিলুফার-মান্নান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নানের মেয়ে ব্যারিষ্টার মেহনাজ মান্নান রবিবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল আয়োজন করেন। ইফতারের আগে আব্দুল মান্নান তার সহধর্মিণী নিলুফার মান্নানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, ঢাকা জেলা যুবদল নেতা তপন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবাবগঞ্জের বিএনপি নেতা- আব্দুল বাতেন।
দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার শাহীন মাহমুদ, যুবদল নেতা মো. হারুন অর রশিদ, মনির হোসেনসহ আরও অনেকে।